মহানগরের কনটেনমেন্ট জোনে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানালেন করপোরেশন এর প্রশাসক ফিরহাদ হাকিম

4th June 2020 কলকাতা
মহানগরের কনটেনমেন্ট জোনে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানালেন করপোরেশন এর প্রশাসক ফিরহাদ হাকিম


পিয়ালী ঘোষ ( কলকাতা ) : আনলক 1 -  এ কনটেন্টমেনট  জোনের উপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলে জানালেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম । এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই মুহূর্তে কোনো জায়গায়  যদি কোন কোভিড 19 পজিটিভ  ব্যক্তি পাওয়া যায়,  সেই জায়গাগুলো  বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটি কনটেন্টমেনট জোন হিসেবে বিবেচ্য হবে। যদি কোন বস্তিতে পাওয়া যায়, সেখানে কমন বাথরুম ব্যবহার করা হয় এবং কমন কল ব্যবহার করা হয়, সে জায়গাটা একেবারেই কনটেন্টমেনট হিসেবে বিবেচ্য হবে। যাদের পজিটিভ রিপোর্ট পাওয়া যাবে ,তাদের পরিবারের লোকদেরও কোয়ারেন্টিন  হতে পারে।  পাশাপাশি তিনি জানিয়েছেন এই নিয়ম কারণ প্রত্যেকটি মানুষকে তার নিজস্ব সাধারণ জীবনে ফিরে যেতে হবে এবং প্রত্যেকে রুটি রুজি রোজগার করতে পারে সেই জন্য ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।